খুলনা | রবিবার | ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩১ ভাদ্র ১৪৩১

ঝিনাইদহে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক |
০২:২৮ পি.এম | ১৪ নভেম্বর ২০২৩


ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় রাসেল ফেরদৌস (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

রাসেল ফেরদৌস শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকার তোফাজ্জেল হোসেন ছেলে। আহত রাজন একই এলাকার বাসিন্দা।

গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার ৯ মাইল বাজার থেকে ট্রাকে করে ১৬টি গরু বোঝাই করে ফরিদপুর জেলায় যাচ্ছিলাম। পথিমধ্যে নগরবাথান বাজারের পশ্চিম পাশে পৌঁছলে ট্রাকের পিছনের ডানপাশের চাকা খুলে যায়। এসময় মোটরসাইকেলে করে আরোহীরা চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। ট্রাকের খুলে যাওয়া চাকায় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। এতে মোটরসাইকেলে থাকা দুই জনের মধ্যে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। আরও একজন আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুস সালাম জানান, ঘটনাস্থল থেকে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আহত অবস্থায় রাজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শাহীন উদ্দিন জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।