খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন কেএমএস স্পোর্টিং ক্লাব

মোসলেম স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫২ পি.এম | ১৭ নভেম্বর ২০২৩


১১তম মোসলেম স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কেএমএস স্পোর্টিং ক্লাব ও বিয়ান একাদশের মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্যভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে ২-০ গোলে কেএমএস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
মোসলেম স্মৃতি ক্রীড়া চক্রের সভাপতি মোঃ মনিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার ও বিশিষ্ট সমাজ সেবক কাজী ফয়েজ মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর যুবলীগ নেতা মোঃ মাসুদ পারভেজ, সাবেক ছাত্র নেতা চয়ন কান্তি বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মোঃ রবিউল ইসলাম, মিঠুন বিশ্বাস পাপ্পু, খান মোঃ শামীম হোসেন প্রমুখ।