খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

ফাইনালের দু’দিন আগেই পিচ পরখ করে নিলেন রোহিত

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫৭ পি.এম | ১৭ নভেম্বর ২০২৩


প্রথম সেমিফাইনালের পিচ নিয়ে কম বিতর্ক হয়নি। গত বুধবার খেলা মাঠে গড়ানোর আগমুহূর্তে মুম্বাইয়ের ওয়াংখেড়ের পিচ বদলের অভিযোগ উঠেছিল ভারতের বিরুদ্ধে। নির্ধারিত পিচে না খেলে ব্যবহৃত পিচ বেছে নেওয়া হয়েছিল সেদিন। যা নিয়ে জল অনেক দূর গড়ায়। পরে বিবৃতি দিতে বাধ্য হয় আইসিসি। তারা গ্রেফ জানিয়ে দেয়, এই ধরণের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আইনেও তেমন বিধিনিষেধ অবশ্য নেই। তবে অনেকে বিষয়টিকে দেখছেন, অকারণে গায়ে বিতর্কের কালি লেপন হিসেবে। ভারত যখন দুর্দান্ত ছন্দে আছে, রাউন্ড রবিন লিগে অপরাজিত; এমনটা না করলেই বরং ভালো ছিল। 
এদিকে, পিচ বিতর্কের ম্যাচে নিউজিল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে এক যুগ পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। আগামীকাল রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
রোহিত শর্মার দল ফাইনালে উঠলে উইকেট পাল্টানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছেন ব্রিটেনের খ্যাতিমান ক্রীড়া সংবাদকর্মী, লেখক ও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ। অবশ্য বিতর্কের মুখে আইসিসি এক বিবৃতিতে জানায়, এই ধরনের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আগেও এই ঘটনা দেখা গেছে। আয়োজক দেশের যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের পিচ প্রস্তুতকারকের পরামর্শে বদল হতে পারে। আইসিসির পিচ প্রস্তুতকারককে এই বিষয়ে জানানো হয়েছে।