খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল আজিজের মামলা অকার্যকর ঘোষণা

খবর প্রতিবেদন |
১২:৫১ পি.এম | ২০ নভেম্বর ২০২৩


স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাইবান্ধার আব্দুল আজিজ মারা যাওয়ায় তার মামলা অকার্যকর ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

কোনো মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মারা গেলে নিয়ম অনুযায়ী তার মামলা অ্যাবেটেড বা অকার্যকর ঘোষণা করা হয়।

জামায়াত নেতা আব্দুল আজিজ মারা গেছেন জানিয়ে কারা কর্তৃপক্ষ আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত প্রতিবেদন দেখে মামলাটি অ্যাবেটেড ঘোষণা করেন।

জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজ মিয়া ২০০১-২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোটের অধীনে গাইবান্ধা-সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তার বিরুদ্ধে দু’টি মানবতাবিরোধী অপরাধের মামলাসহ ১৩টি মামলা হয়। যুদ্ধাপরাধের ধারাবাহিক বিচারে ২০১৩ সালে উপজেলার পাঁচগাছী শান্তিরাম গ্রামের আনিসুর রহমান ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তার বাবা ইউপি সদস্য আকবর আলীকে হত্যার অভিযোগ এনে এই সাবেক সাংসদের বিরুদ্ধে মামলা করেন।

২০১৪ সালের ২৬ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দু’টি মামলায় আবদুল আজিজসহ ১৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ মিঞা নিজ এলাকায় ‘ঘোড়ামারা আজিজ’ নামেই বেশি পরিচিত। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর দোসর আবদুল আজিজ ছিল গাইবান্ধায় অত্যাচার-নির্যাতন, হত্যা, ধর্ষণ ও লুটতরাজের অন্যতম হোতা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ার আগে থেকেই পলাতক ছিলেন আব্দুল আজিজ।