খুলনা | সোমবার | ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি |
০৩:০৩ পি.এম | ২০ নভেম্বর ২০২৩


কচুয়ায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ সোমবার (২০ নভেম্বর) সকাল বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার  শিবপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে কর্মরত হোসেন ওরফে কাজল (২৭) নামের একজন নিহত হয়েছেন। নিহত হোসেন ওরফে কাজল (২৭) বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামের আঃ সাত্তার শেখের ছেলে।

কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আলমগীর হোসেন জানান, সোমবার সকাল সোয়া ৯টার দিকে মোটর সাইকেল চালক হোসেন ওরফে কাজল বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার শিবপুর মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহি বাসচাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্থ মোটর সাইকেলটি উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।