খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

পাইকগাছায় নাশকতা মামলায় বিএনপির সহ-সভাপতি সহ গ্রেফতার ৪ : নিন্দা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি |
০৪:৩২ পি.এম | ২০ নভেম্বর ২০২৩


খুলনার পাইকগাছা থানা পুলিশ নাশকতা মামলায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি সদস্য সহ ৪ জনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আসলাম পারভেজ(৫২), গদাইপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা আবু হাসান (৪০), কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের বিএনপির সদস্য জুয়েল মীর(২৮), লিটন গাজী(৩৩)।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গত ৫ নভেম্বর রাতে উপজেলার কাশিমনগর এলাকায় জামাত বিএনপির নামে নাশকতা মামলার সনধিগ্ধ আসামি হিসাবে তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে বিএনপি নেতৃবৃন্দের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস, এম, এনামুল হক, প্রবীন বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, পৌর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর এস এম এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ডাঃ সাহাবুদ্দিন, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  বিএনপি নেতা সাইফুল ইসলাম তারিক, গড়ুইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান জোয়াদ্দার, দেলুটির সভাপতি প্রভাষক সুজিত কুমার মণ্ডল,  সোলাদানার সভাপতি আমিনুল সরদার, পাইকগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, চাঁদখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান,  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তার মোড়ল, সম আনারুল কাদির, শিক্ষক সন্তোষ কুমার গাইন, মোঃ হাকিম সানা, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল আল্ গালিব, থানা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর ইমরান সরদার, থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব যঞ্জেসর কার্তিক, থানা শ্রমিক দলের সদস্য সচিব ইউপি সদস্য মশিয়ার রহমান মিলন পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল গাজী।