খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

রংপুর-৩ আসনে মনোনয়ন ফরম নিলেন জিএম কাদের

খবর প্রতিবেদন |
০৩:০৩ পি.এম | ২১ নভেম্বর ২০২৩


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে জাপা চেয়ারম্যানের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু।

এ সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য শাফিউল ইসলাম শাফী উপস্থিত ছিলেন।

জাপা কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু মনোনয়ন সংগ্রহ শেষে সাংবাদিকদের জানান, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমাদের মাঝে কোনো কোন্দল নেই। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। কেন্দ্রীয় নির্দেশে আমরা জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছি। জাপা চেয়ারম্যানের মনোনয়নপত্র সংগ্রহ করায় আনন্দিত জাপা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমিনুর আলম জানান, রংপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে এখন পর্যন্ত ২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে আজমল হোসেন লেবু ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।