খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

২২নং ওয়ার্ড আ’লীগ নেতা সাদি মোল­ার ইন্তেকাল : শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৫ এ.এম | ২২ নভেম্বর ২০২৩


২২নং ওয়ার্ড আ’লীগ উপদেষ্টা মোঃ সাদিকুর রহমান ওরফে সাদি মোল­া (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, নাতি নাতনিসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ মাগরিব নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে আ’লীগ উপদেষ্টা মোঃ সাদিকুর রহমান ওরফে সাদি মোল­ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, নগর আ’লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।