খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

নোবেলের সঙ্গে বিয়ে হয়নি, আমি এখনও নাদিমের স্ত্রী: আরশি

খবর বিনোদন |
০৪:২৫ পি.এম | ২৪ নভেম্বর ২০২৩


সোমবার (২০ নভেম্বর) নিজের ফেসবুকে গায়ক মইনুল আহসান নোবেল তার রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করেন। সেখানে জানান তিনি ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর সামাজিক মাধ্যমে আরশি জানান অন্য কথা। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নোবেলের সঙ্গে বিয়ের কথা অস্বীকার করেন। এবার ফের নেট মাধ্যমে আরশি জানালেন, তিনি নাদিমের স্ত্রী।

নোবেলের এর সঙ্গে বিয়ে হয়নি উল্লেখ করে আরশি লিখেছেন, ‘আজকে লাইভে এসে ব্যাপারটা পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ। নোবেলের সঙ্গে আমার বিয়ে হয়নি বা কোনো সম্পর্কও নেই। নোবেলের স্ত্রী সালসাবিল আপু এবং আপু নিজেই বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছেন। যা আপনার বিভিন্ন নিউজে দেখতে পেয়েছেন। আমি যদি নিজের ইচ্ছায় নোবেলের কাছে চলে আসতাম তাহলে স্বামীর সঙ্গে থাকা সব ছবি-ভিডিও ডিলিট করে দিয়েই যেতাম।’

এরপর তিনি লিখেছেন, ‘আমি বাসা থেকে এক কাপড়ে বের হয়েছিলাম, যে নোবেলের সঙ্গে দেখা করে চলে আসব। আমার সঙ্গে এক বান্ধবীও ছিল। অনেক ব্যাপার আছে যেটা আপনারা জানেন না। তাই দয়া করে কোনো উল্টাপাল্টা সংবাদ করবেন না। আমি নিজের বাড়ি খুলনাতেই আছি। একটু সুস্থ হয়ে আজকেই লাইভে এসে সব বিষয় পরিষ্কার করব। নোবেলের সঙ্গে আমার বিয়ে হয়নি। আমি এখনও নাদিম আহমেদের স্ত্রী। দয়া কারে আমাকে সবাই একটু সময় দিন।’

সবশেষে আরশি লেখেন, ‘যারা আমাকে চেনেন তারা অন্তত বুঝবেন। দুইদিন আগে আমি আমার স্বামীকে নিয়ে ছবি তুলে পোস্ট করলাম, দুইদিনে এমন কী হলো সেটাই আমাকে বলতে দেবেন। যদি যাওয়ার ইচ্ছাই থাকতো তাহলে সবকিছু ডিলিট করে দিয়ে যেতাম।’

তবে লাইভে আসার ঘোষণা দিলেও আরশি আর লাইভে আসেননি। তবে নিজেকে নাদিমের স্ত্রী দাবি করলেও এর আগে নাদিম নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছিলেন, আরশির সঙ্গে তার সম্পর্ক শেষ।