খুলনা | রবিবার | ০৫ অক্টোবর ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২

যশোর বোর্ডে এইচএসসিতে শতভাগ ফেল ৭ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৪৮ এ.এম | ২৭ নভেম্বর ২০২৩


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৭টি। রোববার ২৬ নভেম্বর বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিকদের উদ্দেশ্যে এইচএসসি ফলাফল প্রকাশ কালে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ এই তথ্য জানান। ফেল করা প্রতিষ্ঠানের বিষয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। 
শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান গুলি হচ্ছে, কুষ্টিয়া জেলার মিরপুর থানার এক. এম আইডিয়াল কলেজ থেকে ১ জন অংশ নিয়ে, খুলনা জেলার তেরখাদা উপজেলার শাপলা কলেজ থেকে ১ জন অংশ নিয়ে, মাগুরা জেলার মাগুরা সদর থানার দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ থেকে ১০ জন অংশ নিয়ে, নড়াইল জেলার সদর থানার গোবরা মহিলা কলেজ থেকে ২ জন অংশ নিয়ে, সাতক্ষীরা জেলার সদর থানার ইসলামী মহিলা কলেজ থেকে ৩ জন অংশ নিয়ে, সাতক্ষীরা সদর থানার সাতক্ষীরা কমার্স কলেজ থেকে ২ জন ও একই উপজেলার গোবার দাঁড়ি জরদিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হন।