খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

এবার সিনেমা হল খুলছেন সালমান খান

খবর বিনোদন |
০১:২৪ পি.এম | ২৭ নভেম্বর ২০২৩


‘টাইগার ৩’ দিয়ে দু’বছরের মন্দা কাটিয়েছেন সালমান খান। সেই আনন্দেই এবার দিয়ে দিলেন নতুন ঘোষণা। তিন দশকেরও বেশি সময় ধরে বলিপাড়ায় রাজত্ব করা সালমান এবার সারা ভারত জুড়ে সিনেমাহল খুলতে চলেছেন।

পরিকল্পনাটা অনেক আগেই নেওয়া। তবে মাঝে কোভিডের কারণে সব পিছিয়ে দিতে বাধ্য হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বলেন, আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। আসলে এটা বাস্তবায়নে অনেকটা সময় দরকার। জমি, নির্মাণকাজ, লোক নিয়োগ সব মিলিয়ে বিরাট কর্মযজ্ঞ। তবে সব ঠিকঠাক থাকলে আগামী বছরই কাজ শুরু করব। ধীরে ধীরে শুরু করব। তবে করবই, এই বিষয়ে নিশ্চিত।

এর নাম হতে পারে সালমান টকিজ। অন্য হলের তুলনায় এখানে টিকিটের দাম হবে অনেকটাই কম। করমুক্ত টিকিট মিলবে এই সিনেমা হল। স্বাভাবিক ভাবেই দাম অনেকটাই কম হবে টিকিটের। বাচ্চা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে মিলবে টিকিট।