খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

৩০ নং ওয়ার্ড আ’লীগ সদস্য রশীদের ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৩ এ.এম | ০১ ডিসেম্বর ২০২৩


নগরীর ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুর রশীদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি..............রাজিউন)। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে নাতি নাতনিসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বৃহস্পতিবার বাদ জোহর বায়তুস শরফ জামে মসজিদ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে আব্দুর রশীদের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্যধারণের জন্য সান্তনা দেন। এ সময় সদর থানা আ’লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফফর রশীদি রেজা, ৩০নং ওয়ার্ড আ’লীগের সভাপতি এড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, ওয়ার্ড আ’লীগ নেতা ফারুক হোসেন তুরান, গাজী মোশাররফ, নিজামুল হক ননী, ওয়াহিদ্জ্জুামান গোলাপ, শেখ ফিরোজ আহমেদ, কামরুল ইসলাম, কামরুজ্জামান, ডাঃ পল­ল, কামাল হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ মরহুমের নামাজে জানাযায় অংশগ্রহণ করেন।
এদিকে আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।