খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

খালিশপুর থানা আ’লীগের বর্ধিত সভায় এস এম কামাল

বেগম মন্নুজান সুফিয়ানের সাথে কারো তুলনা করা যাবে না

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ০১ ডিসেম্বর ২০২৩


৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভা করে খালিশপুর থানা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব খালিশপুর প্লাটিনাম অফিসার্স ক্লাবে থানা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল­াহ নান্নু। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশারের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তার বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, বন ও পরিবেশ বিষয়ক কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না। 
প্রধান বক্তার বক্তৃতায় এস এম কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা ও দেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তার জবাব দিতে জনগণের অংশগ্রহণ অপরিহার্য। আমাদের সর্বাধিক ভোট কাস্টিং করাতে হবে। তিনি আরো বলেন, বেগম মন্নুজান সুফিয়ানের সাথে কারো তুলনা করা যাবে না। তাকে নিয়ে কেউ সমালোচনা করবেন না। আজ যারা তাকে নিয়ে সমালোচনা করবেন কাল তারাই আমাকে নিয়ে সমালোচনা করবেন। সে কারণে কেউ অতি উৎসাহী হবেন না। তিনি আরো বলেন, শেখ হাসিনা আমাকে এমপি না, জনতার সেবা করতে পাঠিয়েছেন। তিনি প্রতিজ্ঞা করে বলেন, আমার কোন ভাই বা আত্মীয় এখানে কোন তদবিরে আসবে না। যদি এ ধরণের কোন ঘটনা ঘটে, তাহলে এখান থেকেই রাজনীতি ছেড়ে চলে যাবো, ইনশাল­াহ। আপনারা শুধু শেখ হাসিনার বার্তা নিয়ে ভোটারের কাছে যান, তাদেরকে ভোট কেন্দ্রে এনে ভোট কাস্টিং করিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিন।
এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার লিটন, কাজী এনায়েত আলী আলো, মোঃ সফিউল­াহ, মোরশেদ আহমেদ মনি, মোল­া হায়দার আলী, মোঃ জিয়াউর রহমান জিয়া, মোঃ ইমরুল ইসলাম, আলী আহমেদ, প্যানেল মেয়র খুরশিদ আহমেদ টোনি, কাউন্সিলর মোঃ সাহিদুর রহমান, সৈয়দ আরব আলী, এড. মেমরী সুফিয়া রহমান শুনু, পারভীন আক্তার, শারমিন রহমান শিখা, আফরোজা জেসমিন বিথী, আব্দুল­াহ আল মামুন, ইয়াছির আরাফাত, রাশিদুল আলম চৌধুরী। এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির, মোঃ খসরুল আলম, মোঃ জাকির হোসেন, মোঃ মুরাদ হোসেন, মোঃ কামরুজ্জামান বাবলু, মোঃ শাহজাহান জমাদ্দার, মোঃ ডালিম হাওলাদার, মোঃ মনিরুজ্জামান মনি, আব্দুল মজিদ বকুল, হাসান হাফিজুর রহমান, রেহানা গাজী, আব্দুল জব্বার, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শেখ তৈয়েবুর রহমান, সমীর কুমার সরকার, মক্কা মিজানুর রহমান, সফিকুল ইসলাম অভি, শেখ নাসির উদ্দিন, ওবায়দুর রহমান ডাবলু, মহিদুল ইসলাম মিলন, মৃধা বেলায়েত হোসেন, মৃধা কাওসার আলী, মোঃ জাহাঙ্গীর আলম, আসলাম আলী, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, আবু হেনা মোস্তফা ফিরোজ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।