খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৫:১০ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৩


২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করেছিলো বাংলাদেশ। এবার ঘরের মাঠে প্রথম বারের মতো টেস্টে কিউিইদের হারিয়ে ইতিহাস তৈরির পথে টিম বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম বারের মতো কিউইদের হারাতে বাংলাদেশের দরকার ৩ উইকেট।

আর মাত্র ৩ উইকেট তুলে নিলেই ইতিহাস তৈরি করবে টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে কিউইদের শেষ দিনে করতে হবে ২১৯ রান। কিউইদের বিপক্ষে প্রথম ইনিংসে বোলিংয়ে জাদু দেখিয়েছিলেন তাইজুল ইসলাম। তিনি একাই নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তার স্পিন ঘূর্ণিতে কুপোকাত কিউই ব্যাটাররা। ইতোমধ্যে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। পঞ্চম দিনে তিনি আবারও তার স্পিন জাদু দেখাবেন বলে আশা সমর্থকদের।

বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ তাড়া করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়ে বসে কিউইরা। স্কোর বোর্ডে কোনো রান তোলার আগে ওপেনার টম ল্যাথামকে শিকার করেছেন টাইগার পেসার শরিফুল ইসলাম।

প্রথম ইনিংসে ৪৪ বলে ২১ রান করা লাথাম আজ প্যাভিলিয়নের পথ ধরলেন শূন্য রানেই। নিজেদের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই শরিফুলের বলে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে শূন্য রানেই প্রথম উইকেট হারালো কিউইরা।

শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন ডেভন কনওয়ে ও প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়া কেন উইলিয়ামস। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তাইজুল ইসলাম।

২৪ বলে ১১ রান করে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরে যান কেন উইলিয়ামসন। তার বিদায়ে ১৯ রানে দুই উইকেট হারায় কিউইরা।

শরিফুল ও তাইজুলের পর কিউই শিবিরে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে নাঈম হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান হেনরি নিকোলস। আউট হওয়ার আগে করেন ৮ বলে ২ রান। তার বিদায়ে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে কিউইরা।

৩০ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন ডেভন কনওয়ে ও ড্যারেল মিচেল। ১৭ ওভারে ৩৭ রান করে চা পানের বিরতিতে যায় দুই দল।

চা পানের বিরতি থেকে ফিরেই ডেভন কনওয়েকে ফেরান তাইজুল ইসলাম। তাইজুলের বলে শর্ট লেগে শাহাদাত হোসেন দীপুর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৪৬ রানে ৪ উইকেট হারায় কিউইরা।

৪৬ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়েন ড্যারেল মিচেল ও টম ব্লান্ডেল। তবে এই জুটিওকে বেশিদূর এগোতে দেননি তাইজুল ইসলাম। কিউই শিবিরে আবারও আঘাত হানেন তিনি। তার বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরের পথ ধরেন টম ব্লান্ডেল। আউট হওয়ার আগে করেন ১৬ বলে ৬ রান। তার বিদায়ে ৬০ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে দাঁড়ায় কিউইরা।

কিউইদের বিপর্যয় আরও বাড়িযে দিয়ে সাজঘরে ফিরে যান গ্লেন ফিলিপস। ২৬ বলে ১২ করে নাঈম হাসানের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

গ্লেন ফিলিপসের পথ ধরে সাজঘরে ফিরে যান কাইল জেমিসনও। তাইজুলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন তিনি।

১০১ রানে ৭ উইকেট হারানোর পর ইস সোধিকে নিয়ে জুটি গড়েন ড্যারেল মিচেল। তাকে নিয়ে দেখেশুনেই চতুর্থ দিন শেষ করেছেন মিচেল। চতুর্থ দিন শেষে কিউইদের সংগ্রহ ৭ উইকেটে ১১৩ রান। জয়ের জন্য পঞ্চম দিনে কিউইদের করতে হবে ২১৯ রান । আর বাংলাদেশের দরকার মাত্র ৩ উইকেট।

এর আগে সিলেট টেস্টে তৃতীয় দিনে ৩ উইকেট হারিয়ে ২১২ তোলা বাংলাদেশ বাংলাদেশ চতুর্থ দিনে সবকটি উইকেট হারিয়ে দলের খাতায় যোগ করেছে ১২৬ রান। যার ফলে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৩৮ রান। এর মধ্যে বাংলাদেশের লিড দাঁড়ায় ৩৩১ রান। জয়ের জন্য কিউইদের দরকার ৩৩২ রান।