খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

পাইকগাছায় নিরাপদ সড়ক চাই-এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাইকগাছা প্রতিনিধি |
১১:০৬ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৩


পাইকগাছায় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই-এর সংগ্রাম সাফল্য ও গৌরবের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে বাণিজ্যিক শহর কপিলমুনিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কপিলমুনি বাজার সড়ক চত্ত¡রে সংগঠনের উপজেলা সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এস এম মোস্তাফিজুর রহমান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সিরাজুল ইসলাম, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, শংকর সাধু, মনিরুজ্জামান, সবুর, আল আমিন, মোসলেম উদ্দিন দয়াল, হাফিজুর রহমান, সেলিম খান, পার্থ হালদার, ইউনুস গাজী, তাহারুল ইসলাম ও মিনারুল ইসলাম। সমাবেশের শরুতেই মরহুমা জাহানারা কাঞ্চনের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশে বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবি জানান।