খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

দিঘলিয়ায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার

দিঘলিয়া প্রতিনিধি |
১১:০৬ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৩


“জীবনের জন্য বিজ্ঞান” “শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল­াহর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ আজিজুল হক। প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে সেমিনারে বিস্তারিত তথ্য তুলে ধরে আলোচনা করেন বিএসআইআর-এর গণসংযোগ কর্মকর্তা ড. মোঃ আব্দুর রাজ্জাক। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ নূরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুজ্জামান বাচ্চু, ডেপুটি কমান্ড বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী হাওলাদার, সারোয়ার খান কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রক্ষগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামরুল ইসলাম।