খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

মেহেরপুর পুকুরে ভাসছিল শিশু সাইমনের মরদেহ

মেহেরপুর প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৩


মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ভেসে থাকা অবস্থায় শিশু সাইমন ইসলামের (২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। সাইমন কলাইডাঙ্গা গ্রামের হাসান আলীর ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সকাল থেকে সাইমনকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। পরে বাড়ির পাশে মুকুল হোসেন মেম্বরের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করেন। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে জানান তাজুল ইসলাম।