খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

১৯নং ওয়ার্ডে স্মরণ সভায় এমপি সেখ জুয়েল

মনিরুল ইসলাম পরোপকারী ও ত্যাগী মানুষ ছিলেন

খবর বিজ্ঞপ্তি |
০১:১৭ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৩


খুলনা-২ আসনের সংসদ সদস্য ও আ’লীগ মনোনীত প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, মনিরুল পরোপকারী ও ত্যাগী মানুষ ছিলেন। তিনি আ’লীগের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। দলের ক্রান্তিকালে তিনি অনেক অবদান রেখেছেন। তাদের মতো ত্যাগী নেতাদের কারণে আ’লীগ আজ প্রতিষ্ঠিত। আ’লীগের তার অবদান ভোলার নয়। 
তিনি আরো বলেন, মনিরুল ছিল আমার সহপাঠী। আমরা একই সাথে পড়াশোনা করেছি। ছোট বেলা থেকেই সে ছিল পরোপকারী ও ত্যাগী। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।
গতকাল শুক্রবার বাদ জুম্মা ১৯নং ওয়ার্ড আ’লীগ কার্যালয়ের সামনে ১৯নং ওয়ার্ড আ’লীগের সাবেক সহ-সভাপতি এস এম মনিরুল ইসলাম ময়নার মৃত্যুবার্ষিকীতে দোয়া পূর্ব আলোচনা স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। 
এ সময় উপস্থিত ছিলেন এস এম নজরুল ইসলাম, তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, মুন্সি মুত্তালিব মিয়া, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সফিকুর রহমান পলাশ, গৌতম লস্কর, মোঃ মিজানুর রহমান, ড. সাঈদুর রহমান, এম এম সাজ্জাদ আলী, মোঃ রফিকুল ইসলাম ডাবলু, মোঃ হাসান শেখ, আমিরুল ইসলাম বাবুসহ আ’লীগ, সহযোগী সংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠান শেষে তিনি বসুপাড়া কবরস্থানে মরহুম মনিরুল ইসলামের কবর জিয়ারত করেন।