খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

সদর থানা আ’লীগের বর্ধিত সভা

সিটি নির্বাচনের আলোকে ঐক্যবদ্ধভাবে সংসদ নির্বাচনে বিজয় অর্জন করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৫ এ.এম | ০৫ ডিসেম্বর ২০২৩


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভা করেছে খুলনা সদর থানা আ’লীগ। গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। 
সদর থানা আ’লীগ সভাপতি এড. মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মহানগর আ’লীগের সহ-সভাপতি এড. আইউব আলী শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, নির্বাহী সদস্য মাহবুবুল আলম বাবলু মোল­া, আ’লীগ নেতা এড. ফারুক হোসেন, মোঃ ফায়েজুল ইসলাম টিটো।  
সিটি মেয়র বলেন, সিটি নির্বাচনের আলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংসদ নির্বাচনে বিজয় অর্জন করতে হবে। নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠু করতে আ’লীগের প্রত্যেক নেতা-কর্মীকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে তাই আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের সেন্টার কমিটির সদস্য ও ক্যাম্পেইনারদের নিয়ে কাজ করতে হবে। প্রত্যেক বাড়িতে গিয়ে কাজ করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। 
সভায় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এড. রজব আলী সরদার, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, শামছুজ্জামান মিয়া স্বপন, এড. অলোকা নন্দা দাস, হাফেজ মোঃ শামীম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, অধ্যাপক রুনু ইকবাল বিথার, আলী আজগর মিন্টু, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, জামিরুল হুদা জহর, নজরুল ইসলাম তালুকদার, মুন্সি সেলিম হোসেন, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, এড. শামীম মোশাররফ, ওয়াহিদুল ইসলাম পলাশ, মোঃ শিহাব উদ্দিন, এড. এ কে এম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, অধ্যাপক এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, পারভীন ইলিয়াছ, নূরীনা রহমান বিউটি, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর জিয়াউল আহসান টিটো, কাউন্সিলর আরিফুর রহমান মিঠু, কাউন্সিলর এড. জেসমনি পারভিন জলি, এড. এনামুল হক, এড. কে এম ইকবাল হোসেন, এড. এম এম সাজ্জাদ আলী, আওয়াল হোসেন ছোটন, শরিফুল ইসলাম মুন্না, ফারুক হোসনে তুরান, আব্দুর রহিম বাবু, হাফেজ আব্দুর রহীম খান, সুপ্তি হাসান, রোকেয়া রহমান, রেখা খানম, মাকসুদা পারভীন পাখিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।