খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

সাবেক নেতৃবৃন্দের শোক

প্রবীণ বিএনপি নেতা আবুল কালাম শিকদারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
০১:২১ এ.এম | ০৮ ডিসেম্বর ২০২৩


বিএনপি’র প্রতিষ্ঠাকালীন নেতা, খুলনা মহানগর বিএনপি’র সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক আবুল কালাম শিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। বুধবার আনুমানিক রাত ১টায় অসুস্থ হয়ে ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া বাজারে তার বোনোর বাড়িতে তিনি মুত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭১ বছর। 
মরহুমের জানাযা বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় ভাবে অনুষ্ঠিত হয়ে সেখানেই দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী ও অস্ট্রেলিয়া প্রবাসী এক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আবুল কালাম শিকদার দৌলতপুর থানা বিএনপি’র যুগ্ম-সম্পাদক এবং দীর্ঘদিন ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া দৌলতপুর এলাকায় শহিদ জিয়া কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনায় ভূমিকা পালনসহ একাধিক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। অত্যন্ত সদালাপী সদা হাস্যোজ্জ্বল সুবক্তা হিসেবে তার সুখ্যাতি ছিলো।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ জুম্মা মহেশ^রপাশা শহিদ জিয়া কলেজ সংলগ্ন দারুস সালাম জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খুলনা মহানগর বিএনপি’র সাবেক নেতাদের এক বিবৃতিতে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে বলা হয়,  বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত মানসিক চাপ ও সরকারের দমননীতি থেকে বাঁচতে বোনের বাড়িতে আত্মগোপন থাকাকালীন অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন। বিএনপি’র প্রতিষ্ঠাকাল থেকে রাজনীতি ও সামাজিক কাজে নিবেদিত প্রাণ আবুল কালাম শিকদার গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকা পালনকারী কারা নির্যাতিত নেতা।
মরহুম আবুল কালাম শিকদার এর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা সিটির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।