খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

সিটি গ্রুপ, এখন ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমানের ইন্তেকাল

খবর প্রতিবেদন |
০১:২২ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৩


সিটি গ্রুপ, এখন ও সময় টেলিভিশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। সোমবার ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অফিস করেছেন তিনি। রাতে অসুস্থ বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর শোক : সিটি গ্র“পের চেয়ারম্যান এবং সময় ও এখন টেলিভিশনের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফজলুর রহমান ১৯৭২ সালের ৬ ফেব্র“য়ারি সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে সিটি গ্র“পের কার্যক্রম শুরু করেন। বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীনে রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ। প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ২৫ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি ময়দা-তেলসহ নানা পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, কম্বোডিয়া ও নেপালে।