খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শেখ হেলাল উদ্দীন ছাড়া বাকিরা নতুন মুখ

বাগেরহাট-১ আসনে নৌকার পাশাপাশি প্রচারণায় নোঙ্গর ও আম : মাঠে নেই লাঙ্গলসহ অন্যরা

এস এস সাগর, চিতলমারী |
১১:২৬ পি.এম | ৩১ ডিসেম্বর ২০২৩


আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাগেরহাট-১ আসনে (চিতলমারী-মোল­াহাট ও ফকিরহাট) উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮২১ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দীন এমপি (নৌকা), তৃণমূল বিএনপি’র মোঃ মাহফুজুর রহমান (সোনালী আঁশ), জাতীয় পার্টি (জাপা) মোঃ কামরুজ্জামান (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর মোঃ মঞ্জুর হোসেন শিকদার (নোঙ্গর), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বাসুদেব গুহ (আম) ও বাংলাদেশ কংগ্রেস-এর এইচ এম আতাউর রহমান আতিকী (ডাব)। এদেরমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দীন ছাড়া বাকি পাঁচজন নতুন মুখ। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা বাড়ছে। এখানে নৌকার পাশাপাশি নোঙ্গর ও আম প্রতীকের প্রার্থীদের পক্ষে জোরেশোরে প্রচার-প্রচারণা চলছে। তবে অন্যান্য প্রার্থীরা তেমন কোন প্রচার-প্রচারণা করছেন না। 
বাগেরহাট-১ আসনে ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিপুল ভোটে জয়লাভ করেন। এ বছর উপ-নির্বাচনে তাঁর ছেড়ে দেওয়া এ আসনে আপন চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে পরপর ৩ বার আওয়ামী লীগ সরকার গঠন করায় বাগেরহাট-১ আসনে উন্নয়ন হয়েছে। এ অঞ্চলের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শেখ হেলাল উদ্দীনকে মনে-প্রাণে ভালবাসেন। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটারদের জরিপে বাগেরহাট-১ আসনে নৌকা অনেক এগিয়ে। এ আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ পর্যন্ত চার বারের নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।
সত্তরোর্ধ্ব বৃদ্ধ বলরাম বিশ্বাস, ব্যবসায়ী সুবল কর্মকার, টিটব বিশ্বাসসহ অনেকে জানান, এখানে নৌকার সাথে পাল­া দিতে নোঙ্গর ও আম প্রতীকের প্রার্থীদের পক্ষে জোরেশোরে প্রচার-প্রচরণা চালাচ্ছে। এ অঞ্চলের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শেখ হেলাল উদ্দীনকে মনে-প্রাণে ভালবাসেন। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটাররা বাগেরহাট-১ আসনে নৌকা মার্কাকে জয়যুক্ত করবে। বাগেরহাট-১ আসনে তৃণমূল বিএনপি’র মোঃ মাহফুজুর রহমান মুঠোফোনে বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর। নির্বাচনে প্রচারে কোন বাঁধা-বিপত্তি নেই। দু’একদিনের মধ্যে ব্যাপক প্রচারে নামবো।’