খুলনা | শুক্রবার | ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলায় আড়ম্বরপূর্ণ আয়োজনে বই উৎসব-২০২৪ পালিত

খবর ডেস্ক |
১১:৪২ পি.এম | ০১ জানুয়ারী ২০২৪


সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলায় গতকাল সোমবার আড়ম্ব^রপূর্ণ আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বই উৎসব-২০২৪ পালিত হয়েছে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রথম দিন নতুন বইয়ের মিষ্টি গন্ধে মুখরিত হয়ে উঠে শিক্ষাঙ্গণগুলো। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
বাগেরহাট : দুপুর ১২টায় শহরের বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এ সময় পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা শিক্ষা অফিসার মোঃ ছায়েদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কৃষ্ণ হালদারসহ শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিগণ। এর আগে সকালে শহরের বাসাবাটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিগণ। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেয়ে আনন্দিত। 
এদিন বাগেরহাটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ ৩৫ হাজার ৩৬০টি বই বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিকে ৭ লক্ষ ২৭ হাজার ৩৫৯টি এবং মাধ্যমিক পর্যায়ে ১৬ লক্ষ ৮ হাজার ১টি বই বিতরণ করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে ২১ লক্ষ ৫১ হাজার ৭৭৮টি বইয়ের চাহিদা ছিল, সে অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা চাহিদার ৭৫ শতাংশ বই পেয়েছেন। জেলা প্রশাসক জানান, ২০২৪ সালে বাগেরহাটের ৯টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একযোগে বই বিতরণ করা হয়েছে। বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরাও খুশি। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এই কর্মকর্তা। 
সাতক্ষীরা : জেলায় উৎসব মুখর পরিবেশে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪ লাখ ২০ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ২৪ লাখ ৮৮ হাজার ৪৫৬টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে জেলার মোট ২ লাখ ৩৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ১০ লাখ ২১ হাজার ৫০২ টি বই এবং মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৪ হাজার শিক্ষার্থীর মাঝে ১৪ লাখ ৬৬ হাজার ৯৫৪টি বই বিতরণ করা হয়েছে। 
সকাল ১০টায় সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে জেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।এরপর পর্যায়ক্রমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়সহ জেলার বিভিন্ন স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল­াহ আল মামুন প্রমুখ।বছরের প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের শতভাগ শিক্ষাথীদের মাঝে বই বিতরণ করা হলেও এবার জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট ৩১ লাখ ৭০ হাজার ৩০২টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। 
পাইকগাছা : সকালে পাইকগাছা শহিদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। এরপর টাউন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, ইউআরসি ইন্সট্রাকটর মোঃ ঈমান উদ্দিন, একাডেমি সুপারভাইজার মীর নুরে আলম, প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দে, প্রধান শিক্ষক মোহাঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী ও সেলিনা পারভিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষকবৃন্দ। এ বছর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার ৮শ’ ৪৬ জন এবং প্রাথমিক পর্যায়ে ২২ হাজার শিক্ষার্থী নতুন বই পাচ্ছে।
চিতলমারী : উৎসবমুখর পরিবেশে ১৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। সারাদেশের ন্যায় এ উপজেলায় এ বছর ২৬ হাজার ৩৯৮ জন শিক্ষার্থীর হাতে বছরের প্রথমদিন বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সকাল ১০টা থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করেছে। বেলা ১১টায় সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন। বিদ্যালয়ের সভাপতি অনুপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মানষ তালুকদার, সাংবাদিক সেলিম সুলতান সাগর ও অভিভাবক কমিটির সদস্য আমেনা বেগম। এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কল্যাণী রানী বাড়ৈ, সহকারি শিক্ষক কাবেরী দেবনাথ, আরিফা সুলতানা, লিলি মজুমদার ও জাকিয়া খানম। বই বিতরণ অনুষ্ঠানে শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুননেছা জানান, এ বছর আনন্দঘন পরিবেশের মধ্যে বই বিতরণ করা হয়েছে। এ বছর মাধ্যমিকে ১৪ হাজার ৪২০ জন শিক্ষার্থীকে বই দেয়া হয়েছে।  
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্র“তি বাস্তবায়নের লক্ষে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করেছি। বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী আমরা প্রাথমিকে ১১ হাজার ৮৯৮ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিয়েছি।’
বটিয়াঘাটা : বেলা সাড়ে ১১টায় উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। প্রাথমিক পর্যায়ের বই উৎসব উপজেলা পরিষদ মিলণায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক ধীমান মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মন্ডলি ও ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ। এছাড়া দুপুর ১২টায় মাধ্যমিক স্কুলের বই বিতরণের উদ্বোধন হয় জলমা সরকারি বিদ্যালয়ে। প্রধান শিক্ষক তৃপ্তিরাণী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। উপজেলায় ১ লাখ ৩১ হাজার বইয়ের মধ্যে ৯০ ভাগ বিতরণ করা হচ্ছে, বাকি বই শিগগিরই বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
রূপসা : সকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার। ক্রীড়া শিক্ষক আঃ কাদেরের পরিচালনায় বক্তৃতা করেন প্রভাষক আনোয়ার হোসেন, খান মারুফুল হক, সেলিম রেজা, ফাল্গুনী মুখার্জী, বাশির আহম্মেদ লালু, বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক খান মেজবা উদ্দিন সেলিম, প্রভাষক অমিলেন্দু বিশ্বাস, মহিত কান্তি ঢালী, সহকারি প্রধান শিক্ষক রতন দেবনাথ, সহকারি শিক্ষক তুষার কান্তি দত্ত, আসাদুজ্জামান সরদার, সেকেন্দার আলী, সীমা হালদার, ভারতী দাস, গীতা রানী বিশ্বাস প্রমুখ।
অভয়নগর : উপজেলা শিক্ষা অফিসের  আয়োজনে  বেলা সাড়ে ১১টায় পূর্ব বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মলি­ক, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল গফফার শেখ, ম্যানেজিং কমিটির  সহ-সভাপতি মোঃ মারুফুজ্জামান, সহকারি শিক্ষা অফিসার আশিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী নাহিদা সুলতানা প্রমুখ। অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। মাস্টার ধনঞ্জয় মলি­কের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা আসমা খাতুন,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক অসিত সাহা, মোঃ জাবেদ হোসেন প্রমুখ।
কম্পিউটার লিট্ল জুয়েল্স স্কুল : অভয়নগরে কম্পিউটার লিট্ল জুয়েল্স স্কুলের ২৫ বছরে পদার্পণ ও বই উৎসব উদ্যাপিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে, কেক কেটা ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল মাহফুজা বেগম, অর্থ পরিচালনা কমিটির পরিচালক মাহাবুবুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, আব্দুল হালিম, খন্দকার লিটন, শাহীন রেজা, মেসার্স মোশারফ এ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপক মনিরুজ্জামান মিন্টুসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
ফকিরহাট : উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় পূর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি চম্পা রানী দাশের সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার দাশের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন সহকারী শিক্ষক লিপি রানী দাশ, দিপ্তী দাশ ও সামছুন্নাহার বেগম। বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ ও অবসরপ্রাপ্ত শিক্ষক দুলাল চন্দ্র দাশ। মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ বটু গোপাল দাস। বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ধনপোতা-মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়, গাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়, টাউন নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানে অনুরুপ বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
দিঘলিয়া : দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০ টায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি  ম্যানেজিং কমিটি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম। প্রধান শিক্ষক  মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে বই উৎসবে আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও বিদ্যোৎসাহী সদস্য মোঃ হায়দার আলী মোড়ল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইইন্সট্রাক্টর রাজিয়া লায়লা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফরোজা খাতুন, সাংবাদিক ইঞ্জিনিয়ার ওহিদ মুরাদ, মোঃ খলিলুর রহমান, সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য মোঃ নাজমুল ইসলাম।
রূপসার এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসা :  সকাল সাড়ে ১০টায় পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আবু হারুনার রশিদ। মাদ্রাসা সুপার মাওলানা মোঃ খবীরুদ্দীনের সভাপতিত্বে ও মোঃ সাব্বির শেখের পরিচালনায় বক্তৃতা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক কার্তিক চক্রবর্তী, মোঃ আল মাহমুদ শেখ প্রমুখ।   
আশাশুনি : আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান  অসীম বরণ চক্রবর্তী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মু. আসিব ইকবাল। অনুষ্ঠানে ৯ম  শ্রেণির পাঠ্যপুস্তক না আসায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
আশাশুনি আলিয়া মাদ্রাসা : মাদ্রাসা চত্বরে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিঃ সহ-সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, সদস্য আছাদুজ্জামান আশু, শিক্ষক আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম, আঃ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত আড়াই শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে নতুন বই তুলে দেওয়া হয়। এছাড়া আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।